ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কুষ্টিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে অভিমান করে নাসিম আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

নাসিম মিরপুর এলাকার হাসান আলী মন্ডলের ছেলে এবং কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এতে ফেল করায় নাসিমকে তার মা রাগারাগি করেন। এতে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাসিম। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা আব্দুর রাকিব বাংলানিউজকে জানান, নাসিমকে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।