ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, জানুয়ারি ১, ২০১৮
টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অস্ত্র ঠেকিয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। জাকির হোসেন টঙ্গী বাজারের জাকির ট্রেডার্সের মালিক।

জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকালে তিনি দোকান থেকে ২৩ লাখ টাকা নিয়ে টঙ্গী ন্যাশনাল ব্যাংক শাখায় জমা দিতে তার বন্ধু আরজু মিয়াকে সঙ্গে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান বাড়ি মোড়ের বস্তাপট্টি এলাকায় গেলে দুইটি মোটরসাইকেলে করে চারজন ছিনতাইকারী এসে তাদের রিকশার গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে এবং আরজু মিয়াকে মারধর করে ২৩ লাখ টাকার ব্যাগ নিয়ে যায়।

টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, জাকির হোসেন ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।