বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোসাইবাড়ী ফকিরপাড়া গ্রামের নিজ ঘরের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অন্তর ফকিরপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে ও গোসাইবাড়ী এএ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, অন্তর তার বাবাকে একটি বাই সাইকেল কিনে দিতে বলেছিলেন। তার বাবা তাকে সপ্তম শ্রেণিতে ওঠার পর সাইকেল দেওয়ার কথা বলেন। কিন্তু সপ্তম শ্রেণিতে ওঠার পরও সাইকেল কিনে দিতে না পারায় অভিমানী হয়ে ওঠে অন্তর। তার বাবা সাহেব আলী ফুটপাতে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বলে জানান স্থানীয়রা।
সেই অভিমান থেকে বাড়িতে বাবা-মা না থাকায় সকাল ৮ টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে অন্তর। বেলা ১১ টার দিকে মা বাড়িতে ফিরে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে। এছাড়া আত্মহত্যার ঘটনার একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমবিএইচ/ওএইচ/