বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পচা ও বাসি বিরানি বিক্রির অপরাধে ফখরুদ্দিন বিরানীকে (৯/ক পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী) ২৩ হাজার টাকা এবং বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে বেচার অপরাধে শর্মা হাউসকে (৯/ক পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
ওএইচ/