ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আসরাফ উদ্দিন ওরফে আসাব উদ্দিন (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রের বিপরীতে পুরাতন বিমান বন্দর সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারি আবদুল হাই বাংলানিউজকে জানান, পুরাতন বিমান বন্দর সংলগ্ন রাস্তা পারাপারের সময় মিরপুরগামী একটি স্টাফ বাস আসরাফ ধাক্কা দেয়।

দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মনজিয়া খাতুন বলেন, তারা রাজধানীর নাখালপাড়া এলাকায় একটি বস্তিতে থাকেন। চার সন্তানের জনক ছিলো আসরাফ।

তিনি আরো জানান, সকালে বাসার থেকে কাজে উদ্দেশে বের হন আসরাফ। বিকেলে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেকে ছুটে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।