ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে ঢাকায় বসছে পর্যটন মন্ত্রীদের সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ফেব্রুয়ারিতে ঢাকায় বসছে পর্যটন মন্ত্রীদের সম্মেলন

ঢাকা: অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অন্তর্ভুক্ত দেশসমূহের পর্যটন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। আগামী ৫-৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পর্যটন মন্ত্রীর প্রথম সভা।

২০১৫ সালের ২১-২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামীতে অনুষ্ঠিত নবম সম্মেলনে সর্বসম্মতভাবে ১০ সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পর্যটন ভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হেরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটনের প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এ সম্মেলন বিশেষভাবে ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক ও মন্ত্রণালয় এবং দপ্তরসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।