ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

সাক্ষাৎ শেষে জয়নাল আবেদীন জানান, হাই কমিশনার শ্রিংলা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা কার্ড রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে হস্তান্তর করেছেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এটি ক্রমে আরও সম্প্রসারিতে হচ্ছে। দু’দেশের ব্যবসা-বাণিজ্যও বাড়ছে। আন্তর্জাতিক ইস্যুতেও বোঝাপড়া চমৎকার।

হাই কমিশনার শ্রিংলা বলেন, দু’দেশের মধ্যে সরাসরি রেল ও সড়ক যোগাযোগের ফলে সম্পর্ক আরও গভীর হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।