বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মামলাটি দায়ের করা হয়। এরপর চারজনকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে গ্রেফতাকৃত চার আসামির রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মৃত আলী মিয়ার ছেলে মো. আহাদ উল্লাহ (৫০), মো. শহীদুল্লাহ ছেলে আয়নাল হক (৩০), মো. শাহজাহান শেখের ছেলে মো. আল-আমিন শেখ (২৫) ও নাসির খানের ছেলে রিফাত হোসেন খান (১৮)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে বিস্ফোরণ আইনে মামলা করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রিফাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
কোর্ট ইন্সপেক্টর হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, আমলী আদালত-১ এর বিচারক হায়দার আলী চারজনকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
** মুন্সীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/