বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়হান ইসলাম (২০) নামে অপর এক ছাত্র আহত হয়েছে।
আহত রায়হান বাংলানিউজকে বলেন, ‘শাকিলসহ আমরা চারজন মহাখালী আমতলী এলাকার রাস্তা পার হচ্ছিলাম। এ সময় কলেরা হাসপাতালের উত্তরাগামী একটি স্টাফবাস দেখে থামাতে বললে বাসটি না থামিয়ে আমাদের ধাক্কা দেওয়া চেষ্টা করে। পরে আমি আর শাকিল বাসে উঠে প্রতিবাদ জানাই। এ সময় বাসে সহকারীসহ আরও ২-৩ জন চলন্ত অবস্থায় শাকিলকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় আমাকেও ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হই। '
নিহত শাকিল মহাখালী ওয়্যারলেস এলাকার আক্কাছ আলীর ছেলে। তিনি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র।
বনানী থানার উপ-পরিদর্শ (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা জানতে পেরেছি শাকিল নামে তিতুমীর কলেজের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় কলেরা হাসপাতালের বাসটিকে আটক করা হয়েছে।
বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এজেডএস/জিপি