বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার মাহমুদপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাঈদ শেখ (৩৫), জসিম খান (৪৫), সাত্তার মোল্লা (৩৬) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন মাদবর।
আহত ইউপি সদস্য হারুন মাদবর বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে সাঈদ শেখ ও মান্নান মাদবরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে মাহমুদপুর বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এসময় সংঘর্ষ থামাতে গেলে তিনিও আহত হন।
সাঈদ শেখ বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে মান্নান মাদবর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
টিএ