ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বইছে শৈত্যপ্রবাহ, কুয়াশা থাকবে দুপুর পর্যন্ত

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বইছে শৈত্যপ্রবাহ, কুয়াশা থাকবে দুপুর পর্যন্ত নদী অববাহিকায় চেপে ধরেছে ঘন কুয়াশা-ছবি- সুমন শেখ

ঢাকা: সারাদেশেই তাপমাত্রা কমে গিয়ে বেড়েছে হিমশীতল বাতাসের প্রবাহ। এদিকে শুরু হয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। আগামী সাতদিন দেশের বিভিন্ন অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করবে। এতে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা দেশের অন্যদিকে প্রবাহিত হচ্ছে।

তবে তাপমাত্রা সবচেয়ে কমে গেছে উত্তর ও দক্ষিণবঙ্গে।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। তবে দেশের সব জায়গায় একই অবস্থা নয়। কোথাও কোথাও ঘন, কোথাও মাঝারি থেকে ঘন। এটি দেশের অনেক স্থানে দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।

এ সময় রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাজনিত কারণে সতর্কতা সংকেতও থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (০৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত দেশের সবচেয়ে কম ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায়। এছাড়া কুমারখালীতে ৯ দশমিক ২ ডিগ্রি, সাতক্ষীরা-খুলনায় ১০ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি, রংপুরে ৯ ডিগ্রি, দিনাজপুরে ৮ দশমিক ৯ ডিগ্রি, সৈয়দপুরে ১০ ডিগ্রি, রাজারহাটে ৮ দশমিক ৩ ডিগ্রি, বাদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি, বগুড়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৭ দশমিক ৫ ডিগ্রি, রাজশাহীতে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আর ঢাকার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস থাকায় শীত তীব্র পর্যায়ে চলে যাওয়ার পর্যায়ে রয়েছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।