বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের আসাম রাজ্যের কোকড়া ঝাড় জেলার গোসাইগাও থানার মাটিয়াপাড়া গ্রামের বাবলু মাতব্বরের ছেলে আমিনুল মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাংক(২৫) ও তার বন্ধু পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় গ্রামের সাইজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩২)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে উপজেলার জগতবেড় গ্রামে বন্ধুর বাড়িতে আত্মগোপন করে ভারতীয় নাগরিক পাগলা আটাংক। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল মাতব্বর ও তার বন্ধু রশিদকে আটক করা হয়।
এ সময় আমিনুল মাতব্বরের কাছ থেকে ৪৮ রাউন্ড গুলিসহ একটি পেট্রো বেরেটা ৭.৬৫ অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে আমিনুল মাতব্বর স্বীকার করেছেন, ভারতীয় বিভিন্ন থানা তার বিরুদ্ধে ৬৩টি মামলা রয়েছে। মামলায় পুলিশি গ্রেফতার এড়াতে আড়াই মাস আগে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ প্রবেশ করে বিভিন্ন এলাকা ঘুরে সবেমাত্র জগতবেড় এলাকার বন্ধুর বাড়িতে এসেছেন।
ভারতীয় জেলে সাজাভোগের সময় রশিদের সঙ্গে বন্ধুত্ব হয় আমিনুল মাতব্বরের। আমিনুল মাতব্বরের প্রকৃত পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনিশংকর কর বাংলানিউজকে জানান, তাদের আরো জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
ওএইচ/