ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনসার অফিসে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট আহসান উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা পুলিশের ডিএসবি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট এইচএম বেলাল।

বক্তারা সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।