ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্রদল কর্মীদের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বরিশালে ছাত্রদল কর্মীদের ওপর হামলার অভিযোগ বরিশাল নগরে ছাত্রদল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বরিশাল: বরিশাল নগরে ছাত্রদল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে রিজভী নামের এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নগরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, নগরের বৈদ্যপাড়ায় গণতন্ত্র হত্যা দিবসের মিছিল করে বাসায় ফিরছিলেন ছাত্রদল কর্মীরা।

পথিমধ্যে ছাত্রদল কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।  

এতে আহত রিজভীকে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, এ ধরনের কোনো খবর এখনও তারা জানেন না।

একই দিনে, ঝালকাঠিতে পুলিশের বাঁধায় বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশ সময় : ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।