শুক্রবার (৫ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার এলাকায় তাকে আটক করা হয়।
আটক রেজাউল করিম বালতি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙাপাড়া) এলাকার আব্দুল জলিলের ছেলে।
সীমান্তবাসী ও বিজিবির সদস্যরা জানান, রেজাউল করিম বালতিসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ওই সীমান্ত হয়ে ধরলা নদী পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে রেজাউল করিমকে আটক করে।
বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে শনিবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ