বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।
চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি ডা. দীপু মনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। সমাজ থেকে আলাদা করে দেয়। মাদক নামের এ ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের উন্নয়নেও বাধাগ্রস্ত করছে এ মাদক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাদকের ব্যাপারে অনেক কাঠোর নির্দেশনা দিয়েছেন। সারাদেশে সবাইকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাই মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
মানববন্ধন ও র্যালিতে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
আরএ