ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন ১২ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ঢাকা: সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।  
 
সরকারের চারবছর পূর্তি উপলক্ষে উন্নয়ন ও সাফল্যগাঁথাকে ফুটিয়ে তুলতে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কৃতিমন্ত্রীসহ অন্যরাআগামী ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানে বিকেল চারটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দেশ বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান মন্ত্রী।
 
ভাষণটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বর্তমান সরকারর চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি ও দেশ টিভির মাধ্যমে সরাসরি অনুষ্ঠানস্থলে বড় পর্দায় প্রদর্শন করা হবে।
 
প্রধানমন্ত্রীর ভাষণের কারণে ওই সময়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানের এদিক-দিক হতে পারে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমআইএইচ/এএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।