ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৯ ঘণ্টা বিলম্বে ঈশ্বরদী পৌঁছালো রূপসা এক্সপ্রেস

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
৯ ঘণ্টা বিলম্বে ঈশ্বরদী পৌঁছালো রূপসা এক্সপ্রেস

ঈশ্বরদী: নয় ঘণ্টা বিলম্ব করে পাবনার ঈশ্বরদী জংশনে এসে পৌঁছেছে রূপসা এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরদী জংশনে পৌঁছে চিলাহাটি অভিমূখে যাত্রা করে। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ঈশ্বরদী পৌঁছার নির্ধারিত সময় ছিল বুধবার সকাল ১১ টা ২০ মিনিটে।

ভুক্তভোগীদের অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও উদাসীনতার কারণে রূপসা ট্রেনটি এ রুটে দীর্ঘ নয় ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বাংলানিউজকে বলেন, কুয়াশার কারণে এ বিলম্ব হয়েছে। সাপ্তাহিক বন্ধের বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ছাড়া এই ট্রেনটি চলাচলে নির্ধারিত সময়ে ফিরে আনা সম্ভব না। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।