বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার পর গত ৪ জানুয়ারি সকাল ৮টায় ঢাকায় ইন্তেকাল করেন সিদ্দিকুর রহমান। পরে নিজ শহর ময়মনসিংহের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী হালিমা খাতুন গত বছরের ১ ডিসেম্বর ইন্তেকাল করেন।
সিদ্দিকুর রহমান ১৯৩৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি করাচিতে অবস্থিত ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের দূতাবাস থেকে প্রকাশিত মাসিক পত্রিকা 'উদয়ন' এ ১৯৯০ সাল পর্যন্ত যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 'আজকের কাগজ', 'ভোরের কাগজ'সহ বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ছিলেন এই গুণী সাংবাদিক।
বাংলাদেশ সময়: ০১০৩, জানুয়ারি ১১, ২০১৮
এসআইজে/জেডএস