বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র।
জানা গেছে, ভোরের দিকে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে।
এদিকে সকালে কুয়াশা আরো বাড়লে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে লঞ্চঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, অতিরিক্ত কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএটি