বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই পর্যটন উন্নয়নে জাতিসংঘ ঘোষিত স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এক কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী একেএম শাহাজাহান কামাল যোগ দেওয়ার কথা।
শাহবাগে অবস্থিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের সেমিনার কক্ষে এ কর্মশালায় পর্যটন সংশ্লিষ্ট সরকারি ৩০ জন কর্মকর্তা যোগ দেন।
ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব মো. ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ড. মো.আফজাল হোসেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
কেজেড/এএটি