বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রথমে নবনির্বাচিত রসিক মেয়র মোস্তাফিজার রহমানকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
আর রসিকের নব নির্বাচিত ৩৩ ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ সংরক্ষিত নারী কাউন্সিলরকে শপথ বাক্য পড়িয়েছেন এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার আহবান জানান।
শেখ হাসিনা বলেন, সরকার কেবল রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করে নাই উপরন্তু একে বিভাগ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে রংপুরের সার্বিক উন্নয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
উত্তরাঞ্চলে মঙ্গার প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে একদা মঙ্গা জনগণের দুঃখের কারণ থাকলেও বর্তমান সরকার তা দূর করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজিআরডি এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমইউএম/এমএ