ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহুবলে কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বাহুবলে কারখানায় আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজার এলাকায় অবস্থিত ওমেরা সিলিন্ডার্স কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই কোম্পানির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

এলাকাবাসী গ্যাসের সিলিন্ডার তৈরি কাজে নিয়োজিত কোম্পানির ভেতরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।  

পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কোম্পানির লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা সেখানে গিয়ে কোস্পানির লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বাংলানিউজকে জানান, ওমেরার লোকজনের আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণ থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ২০ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।