শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শান্তিময় চাকমা পানছড়ির পুজগাং এলাকার চিন্তা বষন চাকমার ছেলে।
ঘটনার পরপরিই স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তার পায়ে ও বুকে গুলি লাগে বলেও জানা যায়।
এ ঘটনার জন্য ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’কে দায়ী করে ইউপিডিএফ পক্ষ থেকে জানানো হয়, বেলা পৌনে ১১টার দিকে রাপ্রু মারমা ও মিলন ত্রিপুরার নেতৃত্বে ছয় সদস্যর একদল দুর্বৃত্ত দু'টি মোটরসাইকেল যোগে ৪ মাইলে গিয়ে ইউপিডিএফ সদস্য শান্তিময় চাকমার ওপর গুলি চালায়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রধান সংগঠক সচিব চাকমা তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদশে সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
জিপি