শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুর কৌটা গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, ইউনুস আলীর কাঁঠাল বাগানে ইয়াবা বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ কামালকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরবি/