ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত আহত এক নারী। ছবি: বাংলানিউজ

ধামরাই: ঢাকার ধামরাইয়ের যাদবপুর গ্রামে জমি নিয়ে রিবোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রীসহ চার নারী আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার যাদবপুর গ্রামের আতাউর রহমান ওরফে আতা মাস্টারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী মুক্তিযোদ্ধা মৃত সোহরাব হোসেনের ভাই আবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকের পর আদালতে মামলা হয়। এরই মধ্যে ওই জমি চাষ করেছেন আবুল হোসেন। পরে শুক্রবার সকালে আবুল হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৪০), ভাতিজার স্ত্রী রাজিয়া বেগম (৩৫), মুক্তিযোদ্ধা মৃত সোহরাব হোসেনের স্ত্রী রেজিয়া (৫৫) ও ভাইয়ের স্ত্রী শেফালী (৪০) ওই জমিতে শাক তুলতে গেলে আতা মাস্টারের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে আহত করেন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে আতা মাস্টার বাংলানিউজকে বলেন, আমাদের পক্ষের দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে বলেন, আবুল হোসেন ও আতা মাস্টারের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে প্রতিপক্ষের হামলায় আবুলের পরিবারের চার নারী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।