ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর আনসার ক্যাম্প এলাকায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো তাহমিনা আক্তার তন্নী নামে এক স্কুলছাত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম, জেলা মহিলা বিষয়ক দফতরের কর্মচারী আফসানা বেগম ও শওকত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ওবাইলুল ইসলামের নেতৃত্বে একটি দল বিয়েবাড়িতে গিয়ে বিয়েটি পণ্ড করে দেন।  

তন্নী ওই এলাকার ভাড়াটিয়া আব্দুল খালেক ও রোফিনা বেগমের মেয়ে।

সে অষ্টম শ্রেণির ছাত্রী।

এএসআই ওবাইলুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা বিয়েবাড়িতে গিয়ে মেয়েটির বিয়ে পণ্ড করে দেই। এছাড়া মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেব না বলে লিখিত নেই মেয়ের মা রোফিনা বেগমের।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।