ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বাংলাদেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা ছোনগাছা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি শেষে মোনাজাতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে শেখ হাসিনা নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো এ দেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এ নিয়ে কোনো আন্দোলন বা ফর্মূলা দিয়ে লাভ হবে না।

এসময় খালেদা জিয়া যদি নির্বাচনে না আসেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
 
দেশের চলমান উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান দলের সিনিয়র এ নেতা।
 
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য,  কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এর আগে মন্ত্রী কাজিপুরে আমেনা-মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে মন্ত্রী তার বাবা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়ায় দৃষ্টি নন্দন জামে মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন এবং প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়ন ১০ শয্যা বিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।