শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সপ্তরুপা নৃত্যশিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, একটি সংগঠন গড়ে তোলা যতটা সহজ, সেটিকে ধরে রাখা ততটা কষ্টের।
সংগঠনের সভাপতি জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে ও অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সাহিত্য একাডেমির মহা পরিচালক কাজী শাহাদাত।
এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুল হক মণ্টু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সমাজসেবক মহিউদ্দিন দুলাল পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ অলি প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুইজন পুলিশ সদস্যকে সম্মাননা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
টিএ