এ উপলক্ষে শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, গত ৯ বছরে বাংলাদেশ ও ভারত অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে আরও অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। আজ আমাদের সম্পর্ক বহুমুখী ও সুরক্ষিত। সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাত্রা প্রসারিত হয়েছে।
‘বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, বিদ্যুৎ, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক ভাব-বিনিময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ’
তিনি বলেন, সকালে দিল্লিতে উৎসবমুখর পরিবেশে প্রজাতন্ত্র দিবসটি উদযাপন করা হয়। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।
‘দুই দেশের বর্তমান সম্পর্ককে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একটি নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্পর্ককে অভিহিত করেছেন ‘সোনালী অধ্যায়’ হিসেবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভ্রাতৃত্বের। ’অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমএ/এইচএ/