ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রবীণ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, অক্টোবর ১, ২০১৮
প্রবীণ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

 

 

'মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ-শ্রদ্ধায়' এই স্লোগানে সোমবার (১ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়।

খাগড়াছড়ি প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি মহাজনপাড়া থেকে বের হয়েছে শহর প্রদক্ষিণ করে করে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরন্নবী চৌধুরী, সিভিল সার্জন মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. এমএমসালাহউদ্দিন, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি বোধিসত্ব দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।