ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, অক্টোবর ৩, ২০১৮
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু কামরাঙ্গীরচরের মানচিত্র

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আরিফ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে দিকে কামরাঙ্গীরচর লালবাগ কেল্লার মোড় ঈদগাঁও মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আরিফ হোসেন ঈদগাঁও মাঠ এলাকায় মজিবর মিয়ার বাসায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

তার বাবার নাম সামছুল হাওলাদার।  

নিহত আরিফের খালাতো ভাই শাহ-আলম বাংলানিউজকে জানান, আরিফ পুরান ঢাকার কিল্লার মোড়ে একটি কাপড়ের দোকান কাজ করতো। ওই দোকান থেকে দুপুরে বাসায় ফেরার পথে ঈদগাঁও মাঠ এলাকায় মাদকসেবী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত রনি ও পাটা সুমন নামে দুই বখাটে অারিফের গতিরোধ করে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা আরিফের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত আরিফের বড় ভাই মো. হেলাল জানান, একই এলাকার রনি, সুমন, ফয়সাল ও ঘোড়ায়ালা নাদিম কয়েকদিন আগেও আরিফকে মারধর করেছে। আজকেও তারা আরিফকে মারধর করে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আরিফও তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। এসময় ক্ষিপ্ত হয়ে তারা অারিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিন ফকির জানান, মোবাইল ও টাকা পয়সা নিয়ে আরিফের সঙ্গে তার পরিচিতদের ঝগড়া হয়। একপর্যায় তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮ 
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।