ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, অক্টোবর ৪, ২০১৮
মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

মেহেরপুর: বিশেষ অভিযান চালিয়ে ২১ আসামি গ্রেফতার করেছে মেহেরপুর জেলা পুলিশ। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১০, জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১১ জন রয়েছে।

বুধবার (০৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (০৪ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।



জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠােনার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।