ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, অক্টোবর ৪, ২০১৮
সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন বর্ণাঢ্য র‌্যালি। ছবি: আবু বকর

সিলেট: ‘উন্নয়ন অভিযাত্রায় অধম্য বাংলাদেশ’ স্লোগানে সারাদেশের মতো সিলেটেও চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়া মাদ্রাসা মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আগামী ৬ অক্টোবর পর্যন্ত উন্নয়ন মেলা চলবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। মেলা উপলক্ষ্যে সরকারি আলিয়া মাদরাসা মাঠে সরকারি-আধা সরকারি ১২০টি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে।

মেলায় সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি, পিঠা, বাঁশ-বেত সামগ্রী, মনিপুরী হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য স্টালগুলোতে স্থান পাবে। এ কয়দিন মেলা উপলক্ষে নগরে মাইকে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।