ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা বহালের কর্মসূচিতে বিভক্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, অক্টোবর ১০, ২০১৮
মুক্তিযোদ্ধা কোটা বহালের কর্মসূচিতে বিভক্তি কোটা বহালের কর্মসূচিতে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সব ধরনের সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালনরত আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) ‘মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চ’র ব্যানারে কর্মসূচি স্থগিত করা হলেও মঙ্গলবার (০৯ অক্টোবর) শাহবাগ মোড়ে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘এ আন্দোলন মুক্তিযুদ্ধ মঞ্চের।

সোমবার আন্দোলন স্থগিত হলেও তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ। এ সংগঠনটি আগে থেকেই নৌ-মন্ত্রী শাহজান খান চালিয়ে আসছিলেন। কোটা বহাল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ’

আগামী শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪ টায় শাহবাগে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বুধবার (১০ অক্টোবর) একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় উপলক্ষে নেতাকর্মীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এছাড়া প্রতিদিন জাতীয় জাদুঘরের সামনে বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।