ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ভোরের কুয়াশায় শীতের বার্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, অক্টোবর ২৭, ২০১৮
দিনাজপুরে ভোরের কুয়াশায় শীতের বার্তা .

দিনাজপুর: দেশের উত্তরের জেলা দিনাজপুরে কমতে শুরু করেছে তাপমাত্রা। শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। বিকেল পাঁচটা বাজতেই নেমে আসছে সন্ধ্যা। রাত গড়িয়ে ভোর হতেই ‘আয়েশি ঘুমের’ জন্য জড়াতে হচ্ছে কাঁথা বা পাতলা কাপড়।

ভোরে চারদিকে শিশির দলায় ভিজছে গাছপালার কচি ডগা ও সবুজ পাতা। আলো ফুটতেই ধানের সবুজ ডগার উপর অবস্থান নেওয়া শিশির বিন্দুগুলো চিকচিক করছে।

সব মিলিয়ে প্রকৃতিতে যেনো বইছে শীতের আগাম বার্তা।

শুক্রবার (২৬ অক্টোবর) ভোরে হিমালয় পর্বত সংলগ্ন সর্ব উত্তরের জেলা দিনাজপুরে এমন চিত্রই দেখা যায়।

দিনাজপুর আবহাওয়া অধিদফতর বলছে, এবার নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই শীত পড়তে শুরু করবে। সকালে সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

নিম্নচাপের কারণে দফায় দফায় বৃষ্টি হয়েছে দিনাজপুরে। এর প্রভাবে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিন পেড়িয়ে রাত গভীর হতেই কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে মিলছে শীতের আভাস। ভোরে থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে যায় মাঠ।

তাপমাত্রা কিছুটা কমে আসায় পুরাতন কাপড়ের পসরা সাজাতে শুরু করেছে মৌসুমী ব্যবসায়ীরা। দিনরাত ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা।

দিনাজপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নভেম্বর মাসে দেশে হাড় কাঁপানো শীত পড়ে না। এর কারণ হচ্ছে, সূর্য যতো দক্ষিণ গোলার্ধের দিকে যাবে শীতের তীব্রতা ততটাই বাড়বে। দিনের ব্যাপ্তি কম আসায় সাধারণত ডিসেম্বর মাস থেকেই শীত পড়তে শুরু করে। তবে, তাপমাত্রা কমে আসায় ভোরে হালকা শীত ও কুয়াশা পড়ছে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।