ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মাদকবিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ফরিদ আলম ওরফে প্রকাশ মো. আলম (৩০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে টেকনাফের উপকূলের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ও তিনি একজন মাদকবিক্রেতা বলে শনাক্ত করেছে পুলিশ।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি জানান, রাতে ওই এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবা ও মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকবিক্রেতাদের দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ফরিদের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে ও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন মাদকবিক্রেতা।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।