ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু 

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আশরাফ আলী প্রধান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডোবারবিলে এ ঘটনা ঘটে। আশরাফ আলী সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ি গ্রামের বাসিন্দা।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহীন সরকার বাংলানিউজকে জানান, বিকেলে প্রতিবেশীদের সঙ্গে ওই বিলে মাছ ধরতে যান আশরাফ আলী। মাছ ধরার একপর‌্যায়ে তিনি বিলের পানিতে ডুব দিলে আর ভেসে উঠেননি। পরে সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমএমইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।