ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে ঢাকায় অনাবাসী বাংলাদেশি প্রকৌশলী সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
ফেব্রুয়ারিতে ঢাকায় অনাবাসী বাংলাদেশি প্রকৌশলী সম্মেলন

ঢাকা: বিশ্বজুড়ে কাজ করা অনাবাসী বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথমবারের মতো একটি সম্মেলন আয়োজন করছে ‘ব্রিজ টু বাংলাদেশ’।

‘উই আর ফর বাংলাদেশ’ শীর্ষক স্লোগান সামনে রেখে ২৬-২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলনের উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি’র প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক ব্রিজ-টু-বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী আজাদুল হক।  

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো নেই। এখন দেশে কাজের প্রচুর সুযোগ তৈরি হচ্ছে। দেশের মেধাবী সন্তানেরা ফিরে আসছে দেশে, ব্রেইন ড্রেন বদলে হয়ে যাচ্ছে ব্রেইন গেইন। এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে।  

যুক্তরাষ্ট্রের বাইরে যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, কাতার, দক্ষিণ কোরিয়ায় কর্মরত অনাবাসী বাংলাদেশি প্রকৌশলীরা সম্মেলন সফল করতে কাজ করছেন।
 
সম্মেলন উপলক্ষে প্রকৌশলীরা তাদের নিজস্ব প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পাবেন। এজন্য তাদের পেপার ৩০ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। নির্বাচিত প্রবন্ধ সম্মেলনে উপস্থাপন করা যাবে। পরবর্তীতে সব প্রবন্ধ জার্নাল আকারেও প্রকাশ করা হবে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করা যেতে পারে- www.cone2019.com.
    
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজনের যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী জলিল খান, ব্রিজ-টু-বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মাদ জামান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে যোগ দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, ম্যাক্স গ্রুপের প্রকৌশলী সানাউল হক, প্রকৌশলী হারিসুজামান ও প্রকৌশলী দেওয়ান মাহমুদ মীম।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।