ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে প্যানেল মেয়রকে কোপানোর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
না’গঞ্জে প্যানেল মেয়রকে কোপানোর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে কুপিয়ে আহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) মামলা দু’টি সিদ্ধিরগঞ্জ থানায় রজু করা হয়।

মতির ভাই মাহবুবুর রহমান মামলায় উল্লেখ করেন, তার ভাই মতি ৩ জানুয়ারি সকালে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হয়। এসময় পথিমধ্যে মামলায় উল্লেখিত ৮ জন আসামি ও অজ্ঞাতপরিচয় ১৫ জন মতিকে মারধর ও কুপিয়ে জখম করেন।

এতে তিনি গুরুতর আহত হয়। তাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর, হাসান মোস্তফাসহ অজ্ঞাতপরিচয় ১৫ জন।

অপরদিকে মতি গংদের আসামি করে পাল্টা মামলা করেছেন রোকেয়া বেগম। তিনি মামলায় উল্লেখ করেন সুমিল নতুনবাজার আবেদ আলীর হাজী বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে যা দখল করতে সেখানে যায় মামলায় হামলাকারীরা। পরে তারা দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে তাদের ঘরে ভাঙচুর করলে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়। এ সময় তাদের কয়েকজন আহত হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় হামলাকারীরা হলেন- রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাতপরিচয় ১০ জন। এরা সবাই মতির লোকজন।  

মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ।

তিনি বাংলানিউজকে বলেন, উভয়পক্ষের অভিযোগই পেয়েছি, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
এএটি

*** সিদ্ধিরগঞ্জ যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।