ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে এনা পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো ট্রলিচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
শেরপুরে এনা পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো ট্রলিচালকের দুর্ঘটনাকবলিত এনা পরিবহনের বাস, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুলাল হোসেন (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির অপর দু'জন আহত হয়েছেন।

নিহত উপজেলার গাড়ীদহ ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহতরা পাশের জয়নগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড বাবলু ফিলিং স্টেশনের সামনে এ দু্র্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  ইটবোঝাই একটি ট্রলি নয়মাইল এলাকা থেকে শেরপুর উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। এসময় একইদিক থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৭৩) ট্রলিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক দুলাল হোসেন, ট্রলির উপরে থাকা আলামিন ও আব্দুল বারী আহত হন।

পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রলি চালক দুলালকে মৃত ঘোষণা করেন।

এসআই  আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করলেও পালিয়ে যাওয়ায় বাসচালক ও হেলপারকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।