ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়িয়া-সখিপুরের চারটি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
নড়িয়া-সখিপুরের চারটি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ চালু ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের চারটি কলেজ এবং একটি পৌরসভায় ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করা হয়েছে। 

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম তার দেয়া নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন শুরু করেছেন।  

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় সর্বপ্রথম নড়িয়া সরকারি কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক শাহিন মিয়া।  

এ সময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল ওহাব বেপারী, জেলা পরিষদ সদস্য আলমগীর হোসেন দালাল, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনির বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।  

এরপর দুপুরে নড়িয়া সুরেশ্বর সরকারি কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।  

সুরেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আজগরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী, আব্দুল ওহাব বেপারী, কাইয়ুম পাইক, আলমগীর হোসেন দালাল, মনির বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে নড়িয়া পৌরসভায় এনামুল হক শামীমের পক্ষে পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- আব্দুল ওহাব বেপারী, কাইয়ুম পাইক, আলমগীর হোসেন দালাল, মনির বেপারী প্রমুখ।
 
বিকেল ৩টায় সখিপুরের হাজী শরীয়তউল্লাহ কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল বাশার। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  

বিকেল ৪টায় সখিপুরের সিরাজ শিকদার কলেজে এনামুল হক শামীমের পক্ষে ফ্রি ওয়াইফাই সংযোগ উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক। এসময় কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

ফ্রি ওয়াইফাই সংযোগ চালুর মধ্য দিয়ে এনামুল হক শামীম তার নির্বাচনী ওয়াদা এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তার মালিকানাধীন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে ফ্রি ওয়াইফাই সংযোগ সরবরাহ করে শরীয়তপুর অনলাইন ডট নেট।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।