ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার আব্দুল আওয়াল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিখোঁজের ১৫ দিন পর আব্দুল আওয়াল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর এলাকায় ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আওয়াল সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত আনোয়ার মুন্সীর ছেলে।

তিনি শিয়ালকোল গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান আওয়াল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত করে শিয়ালকোল এলাকার পিচ্চি সুলতানের মোবাইল ট্র্যাকিং করে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ইছামতি নদী থেকে আওয়ালের মরদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় মামলার প্রক্রিয়া ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।