ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ১৯ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ফুলবাড়ীতে ১৯ জুয়াড়ি আটক পুলিশের হাতে আটক জুয়াড়িরা, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষক ও গ্রাম পুলিশসহ ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে দুইজন স্কুলশিক্ষক ও দুইজন গ্রাম পুলিশ রয়েছেন।

সোমবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার সীমান্তবর্তী মধ্য-কাশিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটক জুয়াড়িরা হলেন- মধ্য কাশিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম (৩৭), একই গ্রামের গ্রাম পুলিশ জাবেদ আলী (৫০), হায়দার আলী (৩৭) গ্রাম পুলিশ আবদুর রহমান (৫৪), আব্দুল মতিন (৩৬), একরামুল হক (২৯), জাহাঙ্গীর আলম (২২), আব্দুল বারেক (৩৪), পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার শুকুরটারী গ্রামের আবু বকর সিদ্দিক (২২), উত্তর কাশিপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম (৪২), একই গ্রামের আবু তালেব (৩৭), অনন্তপুর গ্রামের হাবিবুর রহমান (৪২), আব্দুর রশিদ (৪৭), ফরিদুল হক দুলু (৫১), আবুল হোসেন (৫৮), লুৎফর রহমান (৪৭), বাবুল মিয়া (৪০), ধর্মপুর গ্রামের মমিনুল ইসলাম (৪৯) ও একই গ্রামের রুহুল আমিন (৩২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে বলেন, মধ্য কাশিপুর গ্রামের মৃত হাগুরা মামুদের ছেলে আমির উদ্দিনের বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদুল ইসলাম ও গ্রাম পুলিশ জাবেদ আলীর নেতৃত্বে খণ্ড-খণ্ডভাবে সমবেত হয়ে জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।