সোমবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদে অভিযানে উপস্থিত ছিলেন সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী, সওজ জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার।
এর আগে ১১ জানুয়ারি গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে সাতদিনের মধ্যে সব মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন বাংলানিউজকে জানান, ডেমরা থানার কাজলা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা কাঁচাবাজার ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। জনসাধারণের চলাচলের ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে জনগণের অসুবিধা করে আসছিল এসব দোকান।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এএটি