মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পযন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক সাঈদ আনোয়ার ও মানিকগঞ্জ ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট মো. দেদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সিংগাইর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরির অভিযোগে প্রথমে সিংগাইরের এএমবি ব্রিকস ও এমএবি স্টার নামে দু’টি ইটভাটা উচ্ছেদ করা হয়। পরে হরিরামপুরের পিপুলিয়া গ্রামে ছাড়পত্র ও অনুমোদনহীন আমিন ব্রিকস ও স্বাধীন ব্রিকস নামে আরও দু’টি ইটভাটাকে উচ্ছেদ করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআরএস