বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালদা নদী প্রকল্পের আওতায় নদী পুনঃখননের স্বার্থে নদী সীমানার মধ্যে অবৈধ দখল ও স্থাপনা অপসারণের জন্য সময় দিয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়।
সরকারি খাস সম্পত্তির ওপর এবং নদী রক্ষার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমআরএম