বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে খানজাহান আলী থানা পুলিশ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খুলনার খানজাহান আলী থানার আটরা এলাকার মৃত আমজাদ শিকদারের ছেলে মো. সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার মৃত রেনু মিয়ার ছেয়ে মো. বিল্লাল (৩০) ও মসিয়ালী ১নং ওয়ার্ডের মৃত টোকন আলীর ছেলে মো. শফিক (২৬)।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শেখ ইমরানের নেতৃত্বে খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তিন ধর্ষককে রাজধানীর বাড্ডার কুড়িল বিশ্বরোড পোস্ট অফিসের গলি থেকে বুধবার (৩০ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলেও জানান ওসি কবির।
এর আগে ২৮ জানুয়ারি খুলনা খানজাহান আলী থানাধীন আটরা রেললাইন কলাবাগান এলাকায় পরিত্যক্ত ভবনের ছাদে গ্রেফতার তিন বন্ধু ওই এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ জানুয়ারি ৩১, ২০১৯
এমআরএম/আরআইএস/