ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলে গেলেন প্রাবন্ধিক অনু হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
চলে গেলেন প্রাবন্ধিক অনু হোসেন ড. অনু হোসেন

ঢাকা: প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. অনু হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৫টা ২২ মিনিটে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনু হোসেন মারা যান।

বাংলা একাডেমির সহ পরিচালক ইমরুল ইউসুফ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনু হোসেনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে বলেও জানান ইমরুল ইউসুফ।

গত অক্টোবরে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়। সেখানে ক্যান্সারের চতুর্থ স্টেজ ধরা পড়ায় ডাক্তাররা তাকে কলকাতা টাটা মেমোরিয়ালে পাঠান।  

কলকাতা থেকে ফেরত পাঠানোর পর ডেল্টা হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে শুরু হয় কেমোথেরাপি। তিনটি থেরাপি নেওয়ার পর গত বুধবার রাতে অস্ত্রোপচার হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।