এরই ধারাবাহিকতায় শুক্রবার (০১ ফেব্রুয়ারি) আলাদা অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েয়েছেন সুইস প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চতুর্থবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এরআগে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমইউএম/ওএইচ/